Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to Gangni upazila health complex, Meherpur information


Title
HPV vaccination Campain
Details

গাংনী উপজেলায় আগামী ২৪/১০/২০২৪ খ্রীঃ তারিখ হতে পরবর্তী এক মাস জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। এই ক্যাম্পেইনে ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এবং ৫ম-৯ম শ্রেণী বা সমমানের ছাত্রীদের এইচপিভি টিকা দেওয়া হবে। উক্ত টিকাদান কার্যক্রমের প্রথম ১০ কর্ম দিবস শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে  টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তী ৮ কর্ম দিবস স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রসমূহে কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। উক্ত টিকা গ্রহনের সময় টিকা গ্রহনকারীদের অনলাইনে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড নিয়ে আসতে হবে। এই রেজিষ্ট্রেশন নিজেই করতে পারবেন। যারা নিজে পারবেন না তারা নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে রেজিষ্ট্রেশন করে নিবেন। টিকা গহনের পর টিকা সনদ নেওয়া যাবে। করোনা টিকা সনদের মত এই সনদও বিভিন্ন কাজে লাগতে পারে। টিকা নেওয়ার আগে রেজিষ্ট্রেশন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অবিভাবককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। রেজিষ্ট্রেশন করার সময় অনলাইনের জন্ম সনদ ও নিজ অবিভাবকের মোবাইল  ফোন নম্বর লাগবে।

Attachments
Image
Publish Date
16/10/2024
Archieve Date
17/11/2024